All Menu

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বহালাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় তোহরুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার নয়ালাভাঙা এলাকার নওশাদের ছেলে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার ছত্রাজিতপুর বহালাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল ১০টার দিকে রাণীহাটি বাজার থেকে অটোরিকশা যোগে শিবগঞ্জ যাচ্ছিলেন। একই দিক থেকে এক ব্যক্তি বাঁশ ঘাড়ে নিয়ে বহালাবাড়ি যাবার পথে পেছনে তাকে অটোরিকশা ধাক্কা দিলে তোহরুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top