All Menu

ধামইরহাটে ফেনসিডিলসহ ৪ জন আটক

মাসুদ সরকার, ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর ধামইরহাটে ফেনসিডিল বহনকালে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এস আই নুরুল, মাসুদ রানাসহ উপজেলার সিঙ্গারুল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ২টি মোটরসাইকেল তল্লাসি করে। এ সময় তাদের কাছ থেকে ৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষনপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মোঃ প্লাবন (২২), নওগাঁ সদরের চকমুক্তার (সরদারপাড়া) গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রিগ্যান হোসেন (৩০), চকমুক্তার বকুলতলী মোড়ের দেওয়ান বাবুর ছেলে মোঃ রয়েল (৩২) ও মহাদেবপুর থানার রাইগা গ্রামের ফজলে এলাহীর ছেলে ছাব্বির হোসেন (৩০) কে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত বলে থানা পুলিশ জানায়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, ‘আটককৃতরা একটি সংঘবদ্ধ চক্র, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অত্যন্ত সু-কৌশলে মাদক ব্যবসা করে আসছিল, তাদের সংশ্লিষ্ট আইনের মামলায় নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top