All Menu

মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় ১জন আহত

মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের কাটারাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোঃ আবুল কাশেম (৩৪) গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত রক্তাক্ত আবুল কাশেম আশংকাজনক অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ২৫নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ আগস্ট) বিকালে ভুক্তভোগী মোটরসাইকেলে দোকানে যাওয়ার সময় একই এলাকার শাহিন মিয়া (৩০), সাহাব আলী (৩৫)সহ অজ্ঞাতনামা ২/৩জন পূর্ব পরিকল্পিত ভাবে পথরোধ করে তাদের দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ভাবে মারপিট করে তার সাথে থাকা নগদ টাকা নিয়ে যায়। ওই সময় তারা মোটরসাইকেলটিও ভাংচুর করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় শাহিন মিয়া ও সাহাব আলীগংদের আসামী করে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top