All Menu

ময়মনসিংহে কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের সদর উপজেলায় এক সঙ্গে পার্কে ঘুরতে গিয়ে কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে আসাদ (১৮) নামে এক তরুণ খুন হয়েছেন। সোমবার (০৮ আগস্ট) দিনগত রাত ৮ টার দিকে সদর উপজেলায় চুরখাই প্রিয়কুঞ্জ পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আসাদ ওই এলাকার আব্দুর রহিমের ছেলে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আসাদ তার বেশ কয়েকজন বন্ধুকে নিয়ে চুরখাই প্রিয়কুঞ্জ পার্ক এলাকায় ঘুরতে যান। সেখানে গিয়ে কথা কাটাকাটির জেরে আসাদকে তার বন্ধুদের মাঝেই কেউ ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top