মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরায় নবাব অটো রাইস মিলে, ট্রাকে বস্তা উঠানোর সময় চাপা পড়ে শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকদের নাম, জামাল উদ্দিন, তিনি যশোর জেলার কেশবপুর থানার সদরোবাদ গ্রামের মোহাম্মদ সাত্তারের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, ট্রাক সাইড করে রাখার সময়, বস্তায় চাপা পড়ে জামাল উদ্দিনের মৃত্যু হয়। নিহত জামাল উদ্দিন ওই ট্রাকের হেলপার ছিলেন বলে প্রাথমিক ভাবে জেনেছে পুলিশ। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।