All Menu

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক বাই-সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত বাই-সাইকেল আরোহী মো. নজরুল ইসলাম (৫৫) সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের লক্ষীপুর মহাজন-পাড়ার মৃত বাকের আলির ছেলে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঝিলিম ইউনিয়নের আতাহারে সাগর অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান আমনুরা থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন দুর্ঘটনায় নিহত নজরুল। এ সময় একই দিকে যাওয়া ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ ট্রাকটি আটক করেছে, চালক পলাতক রয়েছে। এ বিষয়ে সদর থানায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top