All Menu

চৌমুহনীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর চৌমুহনী শহর থেকে মদসহ মাদক কারবারি আলমগীর ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আলমগীর হোসেন চৌমুহনী পৌর হাজীপুর এলাকার মৃত মমিন উল্যাহর পুত্র। সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর জাহীদুল হক রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই সালাহ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ চৌমুহনী শহরের হোসেন মার্কেটের সামনে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি আলমগীরকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুই বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। আলমগীর দীর্ঘদিন থেকে চৌমুহনী শহরসহ বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছে। মদ উদ্ধারের ঘটনায় আলমগীরকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয় বলেও জানান ওসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top