All Menu

পঞ্চগড়ে কম দাম দিয়ে কাঁচা চা পাতা কেনায় ২ কারখানাকে জরিমানা

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পঞ্চগড়ে মূল্য নির্ধারণ কমিটির ধার্য্যকৃত ১৮ টাকার চেয়ে কম দাম দিয়ে কৃষকদের কাছ থেকে কাঁচা চা পাতার কেনাসহ মূল্য তালিকা না টানানো থাকায় ২ চা কারখানায় অভিযান চালিয়ে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার মরগ্যান টি ফ্যাক্টরিতে ও সাজেদা রফিক টি ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক। অভিযান সূত্রে জানা যায়, চা কারখানাগুলো মূল্য নির্ধারণ কমিটির ধার্য্যকৃত দামের চেয়ে অনেক কমে কৃষকদের কাছ থেকে চা পাতা ক্রয় করছে। এতে করে লোকসানে পড়ছে চা কৃষকেরা। পরে বিষয়টিকে গুরুত্ব-দিয়ে জেলা প্রশাসনের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে মরগ্যান টি ফ্যাক্টরিতে মূল্য তালিকা না থাকার পাশাপাশি কম মূল্যে চা পাতা নেয়ায় ১২ হাজার টাকা ও সাজেদা রফিক টি ফ্যাক্টরিতে ৫ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, চা বোর্ড পঞ্চগড় কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন, পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ কবিরসহ থানার সঙ্গীয় ফোর্স।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top