মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চাঁপাইনবাবগঞ্জে নিজ হেফাজতে ফেনসিডিল রাখার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় আশরাফুল (৫০) নামের এক ব্যক্তিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার আসামির উপস্থিতিতে বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আশরাফুল জেলার শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে। রাষ্ট্র-পক্ষের আইনজীবী আঞ্জুমান আরা বলেন, ২০১৪ সালের ২৫ নভেম্বর আশরাফুলের বাড়িতে অভিযান চালায় শিবগঞ্জ থানা পুলিশ। এ সময় ৫৪০ বোতল ফেনসিডিল পাওয়া গেলে গ্রেপ্তার হন আশরাফুল। এ ঘটনায় ওইদিন থানায় মামলা করেন শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সবুর ২০১৫ সালের ১৮ জানুয়ারি আদালতে অভিযোগ-পত্র দাখিল করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।