All Menu

ফুলবাড়িয়ায় ধানের পতিত জমি থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ব্যুরো প্রধান, ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কুশমাইল ইউনিয়নের টেকিপাড়া মাঝিবাড়ি গ্রামের একটি আকাশমণি-গাছ বাগানে আমান আলী (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করে পাশেই ধানের পতিত জমিতে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা । পরে স্থানীয়রা থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ফুলবাড়িয়ায় কুশমাইল ইউনিয়নের টেকিপাড়া মাঝিবাড়ি গ্রামের একটি আকাশমণি-গাছ বাগানে লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে থানায় নিয়ে আসে। মঙ্গলবার হত্যার রহস্য উদঘাটনে ফুলবাড়িয়া থানার পুলিশসহ একাধিক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থলে কাজ করছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের টকিপাড়া গ্রামের শাহাব আলীর ছেলে আমান আলী চুরি, জুয়া ও মাদক সেবনে জড়িত ছিলেন। তার নামে ফুলবাড়িয়া থানায় চুরি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। এ সময়ে পলাতক থাকা অবস্থায় টাঙ্গাইলে একটি মুরগির খামারে কাজ করতেন। দাদন ব্যবসায়ীদের সঙ্গে তার লেনদেন ছিল, যা নিয়ে মাঝেমধ্যে তাকে ঋণ পরিশোধের জন্য চাপ দেওয়া হতো। নিহতের বাবা শাহাব আলী বলেন, ‘আমান বাড়িতে থাকত না, ঋণগ্রস্ত ছিল। কী কারণে তাকে খুন করা হয়েছে বলতে পারছি না। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি দাবি করছি।’ ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর একাধিক দল কাজ করছে। খুন হওয়া যুবক চুরি, জুয়া ও নেশায় জড়িত ছিল। তার বিরুদ্ধে থানায় চুরি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এসব কারণেই হয়ত প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে বরে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top