All Menu

সীমান্তে অভিযান চালিয়ে হেরোইন ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মাদক পাচার বিরোধী অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে হেরোইন ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবির চকপাড়া বিওপি ও শিয়ালমারা বিওপির সদস্যরা এই অভিযান চালায়। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি পৃথক অভিযানের বিষয়টি নিশ্চিত করে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ২৫ জুলাই সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে-ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম এর নেতৃত্বে বিশেষ টহল দল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নামোচকপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মালিক-বিহীন ৫৫০ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় তারা। উদ্ধার হওয়া হেরোইন এর দাম ১১ লাখ টাকা। অন্যদিকে, ২৪ জুলাই রাত সাড়ে ৪ টার দিকে শিয়ালমারা বিওপির নায়েক মোঃ আঃ বারিক এর নেতৃত্বে বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৪-এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দারাজবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় মালিক-বিহীন ১৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। যার দাম ৫৫ হাজার ২’শ টাকা। উদ্ধারকৃত হেরোইন ও ফেনসিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top