ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নছিমন থেকে পড়ে হাবিবুর রহমান (২৬) নামে যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ জুলাই) বিকেলে জেলার অটোয়ারী উপজেলার বারো আউলিয়া গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত হাবিবুর আটোয়ারি উপজেলার ধামোর ইউনিয়নের তাহেরুলের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাবিবুর শ্যালচালিত নছিমনে চরে ধামের থেকে আটোয়ারী উপজেলায় যাচ্ছিলেন। এক সময় নছিমন চালকের অজান্তে বার আউলিয়ার গেইটের সামনে নছিমন থেকে রাস্তায় পড়ে যায় সে। পরে নছিমন চালক বিষয়টি বুঝতে পেরে পিছনে তাকালে তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে। দ্রুত আহত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সড়ক দুর্ঘটনায় ওই যুবকের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় জিডি মূলে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।