মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের পৃথক স্থানে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১৩’শ ৮০ পিস ইয়াবা, ৬ কেজি গাঁজা, ১৫৫ গ্রাম হেরোইন ও ১৫ বোতল বিদেশী মদসহ মোঃ আলী হোসেন (৩২), মোঃ জাহাঙ্গীর আলম (২১) ও মোঃ বকুল (৩০) নামে ৩ জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে বিভিন্ন সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুরহাট এলাকায় ও মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর এলাকায় পৃথক অভিযান চালায় র্যাব সদস্যরা। আটককৃত আলী হোসেন জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের চতুরপর গ্রামের মোঃ রায়হান আলীর ছেলে, জাহাঙ্গীর আলম উজিরপুর গ্রামের মৃত তফিজুল ইসলামের ছেলে ও অপরজন বকুল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মোঃ মীরচানের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের একটি দল শিবগঞ্জ পৌর এলাকার তর্ত্তিপুরহাটের জনৈক মৃত আমিনুর খানের পুরাতন ইট ভাটা এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালিয়ে আলী হোসেন ও জাহাঙ্গীরকে ইয়াবা ও গাঁজাসহ আটক করে। অপরদিকে, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের বকুলের বাড়ির সামনে দিবাগত গভীর রাত ১টার দিকে র্যাবের দলটি অভিযান চালিয়ে ১৫৫ গ্রাম হেরোইন ও ১৫ বোতল বিদেশী মদসহ বকুলকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।