All Menu

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১৯ জুলাই) বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি দাঁড়িপাতা গ্রামের মোঃ রুবেলের মেয়ে আফরোজা (০৮)। গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর- বাঙ্গাবাড়ী সড়কে আফরোজা খাতুন বেলা সাড়ে ৪ টার দিকে পড়তে যাবার সময় রাস্তা পার হতে গিয়ে চার্জার অটোর ধাক্কায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ওসি আরো জানান এ ঘটনায় গোমস্তাপুর থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top