মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:জেলার শ্রীমঙ্গলের ৬নং আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া গ্রামে পূর্ব শক্রতার জের ধরে চলাচলের রাস্তায় বাঁধা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষ মনমোহন দেবনাথ, রাজন দেবনাথ ও রাজীব দেবনাথ গংরা অবৈধভাবে বাড়ীতে প্রবেশের জন্য চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মঞ্জু দেবনাথ জানান, রাজীব দেবনাথ গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য লোকজন সমাধান করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এ নিয়ে মৌলভীবাজার বিজ্ঞ সহকারী জজ আদালতে মামলা ( ৪৬৪/২০২১ইং-স্বত্ব) চলমান। বাড়ীতে প্রবেশের জন্য যৌথ রাস্তা বিদ্যমান থাকার পরও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাদের নিজ মালিকানাধীন জায়গায় রাস্তা তৈরি করে আমরা চলাচলের চেষ্টা করছি। কিন্তু, প্রতিপক্ষ এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। আমাদের উক্ত চলাচলের রাস্তাটি কেটে ফেলেছেন। বাড়ী থেকে বের হতে পারছিনা। বাঁধা সৃষ্টি করায় আমাদেরকে স্ব-পরিবারে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাদের ভয়ে এখন নিরাপত্তা-হীনতায়। যে কোন সময় আমাদের জান-মালের ক্ষতি হতে পারে। এ ব্যপারে জানতে চাইলে সুজন দেবনাথ, রাজেল দেবনাথ ও স্থানীয় লোকজন জানান- বাদী-বিবাদীদের মধ্যে ভূমি বণ্টনের দাবীতে বিজ্ঞ আদালতে মামলা চলমান। বিষয়টি মূলত স্থানীয় কিছু লোকজনদের অবহেলার কারণে সমাধান করা সম্ভব হচ্ছে না। মূলত মৌরসী সূত্রে উক্ত ভূমির মালিক মৃত: মহেশ চন্দ্র দেবনাথ ও মৃত: মথুর চন্দ্র দেবনাথ। ভুক্তভোগী মঞ্জু দেবনাথ এর পিতা মহেশ চন্দ্র দেবনাথ মারা যাওয়ার পর থেকেই রাজীব দেবনাথ গংরা বিভিন্ন ভূমি জবরদখলের চেষ্টা করেন। এ ব্যপারে জানতে চাইলে ৬নং আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান জহর বর্ধন এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।