All Menu

চুয়াডাঙ্গার গরু ভর্তি ট্রাকের ধাক্কায় শিশু নিহত

সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চুয়াডাঙ্গার দামুড়হুদার দেওলী মোড়ে গরু ভর্তি ট্রাকের ধাক্কায় জান্নাতুল ফেরদৌস (৩) নামের এক শিশুকন্যা নিহত হয়েছে। নিহত শিশুটি দর্শনা জয়নগরের মিঠু ইসলামের মেয়ে। স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে শিশু জান্নাতুল ফেরদৌস তার মায়ের সাথে দেওলী মোড়ের একটি দোকানে আসে। এ সময় হঠাৎ করে সে রাস্তার পার হতে গেলে কার্পাসডাঙ্গা থেকে দামুড়হুদাগামী একটি গরু ভর্তি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। তারা আরও জানায়, পিতার সাথে সম্পর্ক না থাকায় মায়ের সাথে দেওলী গ্রামে নানা নবীরুদ্দিনের বাড়িতে থাকতো জান্নাতুল ফেরদৌস। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top