ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের লালপুর গ্রামের মসজিদ বাড়ীতে এ ঘটনায় ঘটে। এ সময় হামলাকারীরা বসত বাড়িতে ভাংচুর, লুটপাট ও একজনকে অপহরণ করে সাদা স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে লালপুর গ্রামের মসজিদর বাড়ীর আবুল কালামে বাড়িতে মঙ্গলবার পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার বাহারী নগর গ্রামের আবদুল জলিলের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। তারা ঘরের আসবাবপত্র ভাংচুরসহ নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে। এ সময় হামলাকারীরা আবুল কালামের ছেলে নুর আলমকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে একাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে আবুল কালাম ছেলে নুর আলমকে উদ্ধার করতে গেলে অপহরণকারীরা নুর আলম থেকে তিনটি একশ টাকা অলিখিত স্ট্যাম্পে সই নিয়ে ছেড়ে দেয়। এ ঘটনায় আবুল কালাম দাবী হয়ে আবদুল জলিলকে ১নং, আবদুল জলিলের ভাই আবদুল লতিফকে ২নং, আবদুল লতিফের ছেলে ফারভেজকে ৩নং, আজাদ দয়ালকে ৪নং ও মীরালীপুর ৪৪ গ্রামের বাবুলের ছেলে জহিরকে ৫নং আসামী উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১০/১২ জনের নামে বেগমগঞ্জ মডেল থানায় এজাহার দায়ের করেছে। এজাহার দায়েরে পর আসামীরা বাদী ও তার পরিবারের সদস্যদের নানা ভাবে হুমকি দিচ্ছে। মামলার বাদী জানান, আমরা নিরাপত্তা-হীনতায় ভুগছি। সন্ত্রাসীরা আমাদেরকে নানা ভাবে হুমকি দিচ্ছে। আমরা জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচার চাই। এ ব্যপারে অভিযুক্ত আবদুল জলিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি। মোবাইলে কল করলে বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর জাহিদুল হক রনি জানান, এজাহার পাওয়ার পর আমরা বিষয়টি তদন্ত শুরু করেছি। অপরাধ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।