মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:মাদক পাচারের গোপন সংবাদে পৃথক-স্থানে অভিযান চালিয়ে ৬২৫ পিস ইয়াবা ও ২৫৫ পিস মাদক বুপ্রেনোরফিন ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এসব অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। র্যাব পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উত্তর ভবানীপুর এলাকা কাঁচা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৬২৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন, নগদ ১ হাজার টাকাসহ মাদক ব্যবসায়ী পৌরসভার আলীনগর ভূতপুকুর মহল্লার মো. ফিরিং এর ছেলে মোঃ ইমন (২০) ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে। অন্যদিকে, বুধবার (২৯ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বারোঘরিয়া বাজারের একটি চায়ের দোকানের সামনে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় ২৫৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী সদর উপজেলার লালাপাড়ার মৃত মাসুদের ছেলে মোঃ সুলতান (৩৪)’কে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।