All Menu

বেগমগঞ্জে অস্ত্রসহ কিশোর গ্যাং এর ৪ সদস্য গ্রেফতার

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জ থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং এর চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। শুক্রবার রাতে উপজেলার চৌরাস্তা-মাইজদী সড়কের গ্লোব ফ্যাক্টরি জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি রামদা, ২টি ছোরা, ১টি ধামা ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, চৌমুহনী পৌর এলাকার মধ্য নাজিরপুর গ্রামের কামাল হোসেনের পুত্র জোবায়ের হোসেন বিপ্লব(২০), আলী আহাম্মদের পুত্র আলী হোসেন রিংকু(২৮), কামাল হোসেনের পুত্র মোঃ শামীম(১৮) ও আলীপুর গ্রামের তাজুল ইসলামের পুত্র মোঃ আসিফ(১৮)।
শনিবার দুপুরে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ কিশোর গ্যাং-এর চার সদস্যকে গ্রেফতার করা হয়। তারা কিশোর গ্যাং-এর সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, দবর দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের -মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ওসি ডিবি সাইফুল ইসলাম আরো জানান, কিশোর গ্যাং বিরোধী এমন অভিযোগ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top