মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে ইজি-বাইকের ধাক্কায় ফয়সাল হোসেন (২০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ফয়সাল হোসেন জেলার নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। একই দুর্ঘটনায় সাজ্জাদ হোসেন (১৭) নামে অপর এক কিশোর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বেলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে বিরামপুর থেকে মোটরসাইকেল নিয়ে ফুলবাড়ির দিকে যাচ্ছিলেন ওই দুজন। পথে বেলডাঙ্গা এলাকায় ইজি-বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই ছিটকে মহাসড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। ওসি সুমন কুমার মহন্ত বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।