সনজিত কর্মকার, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সুমন হোসেন (১৪) এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন।
বুধবার বেলা সাড়ে ৩ টার দিকে দামুড়হুদা জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের কুঠিপাড়ার বাবলু মিয়ার ছেলে ও দামুড়হুদা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। আহতরা হলেন একই পাড়ার তামিম হোসেন ও ফোকর উদ্দিন। দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, সুমন হোসেনসহ ৩ জন দুপুরে মোটরসাইকেল করে ফুটবল খেলা দেখার জন্য জয়রামপুর কুঠিপাড়া এলাকা থেকে লোকনাথপুর গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চুয়াডাঙ্গা মুখি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের ৩ জনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়ামা আরিজ সুমনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।