All Menu

নোয়াখালীতে যুবককে গলা হাত পায়ের রগ কেটে হত্যার চেষ্টা

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে প্রজেক্ট ইজারা ও মাছ চাষ নিয়ে বিরোধের জেরে ঘর থেকে ডেকে নিয়ে ইমরান হোসেন সাগর (২৪) নামের এক যুবকের গলা, হাত ও পায়ের রগ কেটে এবং কুপিয়ে হত্যার চেষ্টা করেছে মাসুম বাহিনীর সন্ত্রাসীরা। মঙ্গলবার ভোর রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের সিরাজ উদ্দিন গ্রামের কাশেম চৌধুরীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত ইমরান হোসেন সাগর ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মৎস্য চাষী ও রাজমিস্ত্রি। সূত্রে জানা গেছে, বাড়ির পার্শ্ববর্তী দুটি মাছের প্রজেক্ট ইজারা নেওয়া ও মাছ চাষ করাকে কেন্দ্র করে একই বাড়ির বাবুদের সাথে বিরোধ ছিলো সাগরের। এর জের ধরে মঙ্গলবার ভোর রাতে স্থানীয় রুবেল নামের এক যুবককে মাধ্যমে সাগরকে ডেকে নিয়ে ভাড়াটে সন্ত্রাসী মাসুম বাহিনীর প্রধান মাসুমের নেতৃত্বে একদল সন্ত্রাসী গলা, হাত ও পায়ের রগ কেটে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত সাগরের চাচা বদিউজ্জামান জানান, হামলাকারীরা ধারালো ছোরা দিয়ে সাগরের বা পায়ের রগ, মাথা, ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। এছাড়া তারা সাগরের গলায় গামছা ও মুখে কাপড় ঢুকিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম ও পরে গলা কেটে হত্যার চেষ্টা করে। মঙ্গলবার বিকাল বেগমগঞ্জ মডেল থানার অফিসার (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহতের পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top