All Menu

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টর চাপায় ১২ বছরের আজিজ নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের শেখপাড়া ডিসি মোড়ে এ দুর্ঘটনা ঘটে । ওই স্কুল ছাত্র আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সে রোকনপুর গ্রামের নাইমুল হক মাস্টারের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস জানান, সে বাড়ি থেকে তার বাবা সাথে মোটরসাইকেল যোগে স্কুল আসার সময় শেখপাড়া ডিসির মোড় নামক স্থানে একটি ট্রাক্টরের সাথে ধাক্কায় সে গুরুত্বর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ঘাতক ট্রাক্টরটি স্থানীয়রা আটক করলেও চালক পলাতক রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top