All Menu

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি সাংবাদিক সম্মেলন

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও লীজ গ্রহনকৃত পুকুরে মাছ ধরা ও বিষ প্রয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হুক্কাপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সাদ্দাম আলী। মঙ্গলবার দুপুরে রহনপুর রিপোর্টার্স ক্লাবের হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর হুক্কাপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সাদ্দাম আলী, কলকলিয়া মৎস্যজীবীর সাধারণ সম্পাদক আজিজুল হক, হুমায়ন কবির, মইদুল ইসলাম, শহিদুল ইসলাম অন্যরা। লিখিত বক্তব্যে সাদ্দাম আলী জানান, হুক্কাপুর ও ফুরকান মোড় এলাকার দুইটি পুকুরে বাইরুল, বশির, আতিক, ইউনুসসহ বেশ কয়েকজন মিলে মাছ মেরে নিয়ে পরে ওই দুই-পুকুরে বিষ প্রয়োগ করেন। এতে আমার অনেক ক্ষতি হয়। একারণে আদালতে মামলা করলে তারা পাল্টা হয়রানি করার জন্য মিথ্যা মামলা দায়ের করে। হয়রানি মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং পুকুরে মাছ ধরা ও বিষ প্রয়োগ ক্ষতিপূরণসহ অপরাধী বাইরুল, বশির, আতিক, ইউনুসসহ অন্যান্য অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেন সংবাদ সম্মেলনে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top