All Menu

হাতিয়ায় সাউন্ড গ্রেনেড ও দেশীয় অস্ত্রসহ ২ জন আটক

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়ন থেকে ইব্রাহিম (৫৫) ও ইমাম উদ্দিন (৩৮) নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। এসময় তাদের কাছ থেকে ৩টি সাউন্ড গ্রেনেড, একটি ছোরা ও একটি লোহারপাত জব্দ করা হয়েছে। শনিবার দিনগত রাত দেড়টার দিকে চানন্দী ইউনিয়নের আমিন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুইজন চানন্দী ইউনিয়নের মিয়াজী গ্রামের মো. হানিফের ছেলে। রোববার সকালে তাদেরকে মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়ি থেকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পক্ষ নিয়ে আল-আমিন বাজার এলাকায় জড়ো হয় একদল অস্ত্রধারী। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে দুই জনকে আটক করে পুলিশের খবর দেয়। এসময় তাদের সাথে থাকা আরো ৬-৭ জন পালিয়ে যায়। আল- আমিন বাজারের চা দোকানদার রাজিব জানান, আটক হওয়া দুইজন স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম শামীমের আত্মীয় ও সমর্থক। তাদের বাড়ী ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার উত্তরে মিয়াজী গ্রামে। গভীর রাতে তারা ৭-৮টি মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করলে স্থানীয়দের সন্দেহ হয়।
মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন জানান, স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top