ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দেশের বিশিষ্ট আইনজীবী শেখ হাসান ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ।
মন্ত্রী শনিবার এক শোকবার্তায় বলেন, শেখ হাসান ইমাম একজন অসাম্প্রদায়িক ও নির্ভীক আইনজীবী ছিলেন। তাঁর মৃতুতে দেশের আইনাঙ্গন একজন অভিজ্ঞ আইনজীবীকে হারালো। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শুক্রবার ভোর রাতে যশোর শহরের স্টেডিয়াম পাড়ায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি—-রাজিউন)
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।