All Menu

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক চাপায় ১০ম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু

বিধান দাস, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক চাপায় মিলন ইসলাম নামে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ পৌর শহরের মাষ্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পীরগঞ্জ-রাণীশংকৈল প্রধান সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত মিলন পীরগঞ্জ পৌর শহরের জগথা মাস্টার পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে ও রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। স্থানীয়র জানান, বিদ্যালয়ের পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে পৌর শহরের মাষ্টার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মনি রায় জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং নিহত স্কুল ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top