মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের সদর উপজেলার ভাটিদাপুনিয়ায় পারিবারিক-ভাবে বিয়ের তিনমাস পর এক নব দম্পতি বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার (২৩ মে) মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে দু’জনই মারা যান। নিহতরা হলেন শামসুল হকের ছেলে রনি মিয়া (২২) ও তার সদ্য বিবাহিত স্ত্রী সেতু আক্তার (১৯)। তার আগে রবিবার রাত ১১টার দিকে নিজ বসতঘরে বিষপান করেন ওই দম্পতি।
কোতোয়ালি মডেল থানার (ওসি তদন্ত) ফারুক হোসেন জানান, গত তিন মাস আগে পারিবারিক-ভাবে বিয়ে করে। ঘটনার রাতে বিষপানের বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাদেরকে রাতেই ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে দু’জনই মারা যান। তিনি আরও জানান, তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। আত্মহত্যার ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।