আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:ধামইরহাট উপজেলা থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের একটি অভিজানিক দল। আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ মিঠু ওরফে মিঠুন (৪৮)। সে উপজেলার মনিপুর(রামরামপুর) এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ১কেজি ৮০০গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তি সূত্র জানায়, বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক সম্রাটদের গ্রেফতারসহ মাদক-বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে সোমবার (১৬ মে) দুপুরে ধামইরহাট উপজেলাধীন জাহানপুর ইউপি’র কোকিল গ্রামের ডাঙাপাড়ার শাহাপুরবাজার-নয়াপুকুর-নানাইচ গামী রাস্তার মোড়ে কাঁচা রাস্তায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীর নাম মোঃ মিঠু ওরফে মিঠুনকে ১কেজি ৮০০গ্রাম গাঁজাসহ আটক করতে সক্ষম হয় র্যাব। আটককৃত মোঃ মিঠু ওরফে মিঠুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়। দীর্ঘদিন যাবত নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল। এ বিষয়ে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।