আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর ধামইরহাট উপজেলার অমরপুর এলাকায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল অভিযান পরিচালনা করে বুধবার দিবাগত রাতে নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ রাজু হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত রাজু হোসেন ধামইরহাট উপজেলার অমরপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের প্রেস রিলিজ থেকে জানাগেছে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর হাসান মাহমুদ, পিএসসি, কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে বুধবার (২৭ এপ্রিল/২২ ইং, ১৫.০০ ঘটিকায় জেলার ধামইরহাট থানাধীন অমরপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৫৪০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ রাজু হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত রাজু হোসেন দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে জানা যায়। পরবর্তীতে ধৃত রাজু হোসেনের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলে উক্ত প্রেস রিলিজ থেকে জানা যায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।