ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন :পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ইতি আক্তার (২২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউপির চামেশ্বরী গ্রামে তাকে আটক করা হয়। আটক ইতি চামেশ্বরী গ্রামের রুহুল আমিনের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আটোয়ারী থানার এস আই সম্রাটের নেতৃত্বে একটি টিম বলরামপুর ইউপির চামেশ্বরী গ্রামের আসামি রুহুলের বশত বাড়ীতে অভিযান চালিয়ে রুহুলের স্ত্রী ইতি আক্তারকে ১০ পিস ইয়াবা ও ৫০ গাঁজা সহ আটক করা হয়। এর আগে তার স্বামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজার মূল্য ৫ হাজার টাকা।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।