All Menu

পঞ্চগড়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়ের বাজার তদারকি অভিযানে ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন এই অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে ও পরেশ চন্দ্র বর্মন জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের নির্দেশনায় জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় আপন ফল ভাণ্ডার দোকানে মূল্য তালিকা না থাকায় ৫০০ টাকা, মা বাবার দোয়া হোটেলে অপরিচ্ছন্নতা থাকায় ১ হাজার টাকা, কসমেটিকস দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে আব্দুল্লাহ কসমেটিকসকে ১ হাজার টাকা, নোভা কসমেটিকসকে ৩ হাজার টাকা ও বেলাল কসমেটিকসকে ২ হাজার টাকাসহ মোট ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top