All Menu

শিল্প বাজার বা আর্ট মার্কেট চলছে শিল্পকলা একাডেমিতে

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমসাময়িক নান্দনিক সৃজনকৃত শিল্পকর্ম নিয়ে ভিন্নধর্মী আয়োজন শিল্প বাজার বা আর্ট মার্কেট চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। শিল্পকর্ম-শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রয়ের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ উদ্বোধন করা হয়েছে ‘শিল্প বাজার- ২০২৪’। সমকালীন শিল্পচর্চার প্রেক্ষাপটকে বিবেচনা করে নান্দনিক জীবনের জন্য শিল্পের প্রসার, পেশাভিত্তিক শিল্পচর্চায় ‘শিল্প বাজার’, নিজ নিজ শিল্পকর্ম বা শিল্পপণ্য তৈরিতে শিল্পীকে আরো বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করতেই এই আয়োজন। শিল্প বাজারের এই আয়োজনকে আরো বিস্তৃত করার লক্ষ্যে দেশের অন্যতম শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, শিল্পী ও উদ্যোক্তাগণকে সম্পৃক্ত করা হয়েছে। ‘নান্দনিক জীবনের জন্য শিল্পের প্রসার পেশাভিত্তিক শিল্পচর্চায় শিল্প বাজার’ প্রতিপাদ্যে আর্ট মার্কেট চলবে ৩ মার্চ ২০২৪ পর্যন্ত, প্রতিদিন বিকাল ৪ টা থেকে। পুরো আয়োজন সকলের জন্য উন্মুক্ত। প্রায় ১০০ টি শিল্প পণ্যের স্টল বসেছে শিল্পকলা একাডেমিতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top