All Menu

মাতৃভাষা দিবসে বীজন নাট্য গোষ্ঠীর নাটক চতুর ভোলা

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ও ‘শহীদ দিবস’ উপলক্ষে আগামী বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম সিটির বটতলী পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে পথ নাটক ‘চতুর ভোলা’ পরিবেশন করা হবে। নাটকটি প্রযোজনা করেছে ‘বীজন নাট্য গোষ্ঠী’। আমীনুল হক আমিনের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন মোশারফ ভূঁইয়া পলাশ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন পুতুল চৌধুরী, নাসরিন হীরা, বিনা দাশ গুপ্ত, আউয়াল খান শাহিন, মোশারফ ভূঁইয়া পলাশ।
প্রসঙ্গত, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ও ‘শহীদ দিবস’ উপলক্ষে ‘বাংলাদেশ পথ নাটক পরিষদ চট্টগ্রাম’ এর আয়োজনে ‘একুশে পথ নাট্যোৎসব-২০২৪’ এ একই স্থানে একই সময়ে পর পর আরো পাঁচটি নাটক পরিবেশিত হবে। এগুলো হল চট্টল থিয়েটারের ‘এবারের সংগ্রাম’, থিয়েটার স্লোগানের ‘সংবাদ কার্টুন’, চট্টগ্রাম থিয়েটারের ‘কালা চান’, অনন্য থিয়েটারের ‘কাকতাডুয়া’, আসর নাট্য সম্প্রদায়ের ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’। সংবাদ বিজ্ঞপ্তির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top