মশাহিদ আহমদ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মণিপুরি থিয়েটারের নাটক দেশের প্রথিতযশা অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর কমলগঞ্জে মণিপুরি থিয়েটারের ঐতিহ্যবাহী নটমন্ডপে ‘রিমান্ড’ নাটকে মঞ্চাভিনয় করতে যাচ্ছেন ( ১০ ও ১১ ফেব্রুয়ারি) শুক্র ও শনিবার। শুভাশিস সিনহার রচনা ও নির্দেশনায় সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি অভিনয় করবেন। নাটকটি ঢাকায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ‘আলী যাকের নতুনের উৎসবে’ মঞ্চায়িত হয়ে সাড়া জাগিয়েছে। নাটকটিতে একজন লেখকের ভূমিকায় তিনি অভিনয় করবেন, যাকে তার লেখালেখি নিয়ে প্রবল জেরার মধ্যে পড়তে হয়। সেই জেরার মধ্য দিয়েই উন্মোচিত হতে থাকে জীবনের নানান দর্শন, কষ্ট-যন্ত্রণার ইতিহাস। সবশেষে এক নির্মম সত্যের উন্মোচন হয়। নাটকে জিজ্ঞাসাকারী অফিসারের ভূমিকায় অভিনয় করছেন- প্রতিশ্রুতিশীল অভিনেত্রী ও মণিপুরি থিয়েটার এর জেনারেল সেক্রেটারি জ্যোতি সিনহা। এছাড়াও নানান ভূমিকায় অভিনয় করছেন সউদ চৌধুরী, আনিসুর রহমান রিমন, শাহনাজ জাহান, বর্ষা রহমান, শাকিল আহমেদ, সজিব হোসেন, সৌম্য সিংহ, শম্পা সিংহ ও কামালউদ্দিন কবির। নেপথ্য কলাকুশলী হিসেবে আছেন মঞ্চ পরিকল্পনায় কামালউদ্দন কবির, আলোক পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী, সহযোগী : আসলাম অরণ্য, সাইফ মন্লড, পোশাক পরিকল্পনায় আইরিন পারভীন লোপা, প্রপসে শাহনাজ, শব্দ ব্যবস্থাপনায় মুক্তনীল, স্টেজ ম্যানেজার রিমন, পোস্টার ডিজাইনে সজলকান্তি সিংহ, প্রকাশনায় অপু মেহেদী, প্রযোজনা ব্যবস্থাপনায় পাভেল রহমান। নাটকটি নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রণোদনায় নির্মিত। দর্শনীর বিনিময়ে এ দুটি প্রদর্শনীর আয়োজনে থাকছে মণিপুরি থিয়েটার। দু’দিনের নাট্য প্রদর্শনীতে ঢাকা থেকে আরও যোগ দিচ্ছেন বিশিষ্ট অভিনেত্রী সারা যাকের, নিমা রহমান সহ আরও অনেকেই। সূত্রে জানা গেছে- এ দু’টি প্রদর্শনীতে ১০০০, ৫০০, ৩০০, ২০০ টাকা মূল্যের বিভিন্ন ক্যাটাগরিতে আসন-বিন্যাস করা হয়েছে। এছাড়াও ফ্লোরে ১০০ টাকা মূল্যের বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছে শিক্ষার্থী এবং গ্রামীণ মহিলাদের জন্য। যে কেউ তার প্রয়োজন বা পছন্দ অনুযায়ী আসন বেছে নিতে পারবেন। প্রয়োজনে- ০১৭২২০৭৫৩০২ বা ০১৭১৭৬১৬৭৭৫ দুটো নাম্বারের যে-কোনও একটিতে কথা বলে আগাম আসন নিশ্চিত করে নেবার আহ্বান জানিয়েছেন মণিপুরি থিয়েটারের পরিচালক শুভাশীষ সমীর। দেশের এক প্রান্ত-জনপদে রুচিশীল নাট্য-সাংস্কৃতিক চর্চা বেগবান করার জন্য মণিপুরি থিয়েটারের এই উদ্যোগে সকলের সর্বাঙ্গীণ অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।