নিজস্ব প্রতিনিধি, পাবনা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পাবনা পৌরসভার শালগাড়িয়া মহল্লার মরহুম আবেদ আলী মন্ডল এবং মরহুমা শওকত আরা বেগমের মেজ ছেলে অভিনয় শিল্পী সংঘের সদস্য এবং এফডিসির সদস্য অভিনেতা গোলাম ফারুক যুবরাজ। ২০০৫ সাল থেকে তিনি অদ্যাবধি অতি সাধনা,সংগ্রাম করে নিজেকে মিডিয়ায় প্রতিষ্ঠিত একজন অভিনয় শিল্পী হিসেবে গড়ে তুলেছেন। আগামী ৩০ সেপ্টেম্বর শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সারা বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাওয়ার অপেক্ষায় আছে ঐতিহাসিক গল্প অবলম্বনে একটি সম্পূর্ণ সুস্থ চলচ্চিত্র “ঈশা খাঁ” কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় টিভি নাট্য তারকা ও “সোনাবন্ধু” “অন্ধকার জগত” “আমার মা” সিনেমার নায়ক ডিএ তায়েব, চিত্র নায়িকা ঢালিউড কুইন অপু বিশ্বাস, আনহা তামান্না, রেবেকা রউফ,সুরুজ হাফিজ,ডন,হাবিব খান,শরীফ সরোয়ার সহ আরও অনেকের সাথে আছেন পাবনার কীর্তিমান অভিনেতা গোলাম ফারুক যুবরাজ। চলচ্চিত্রে যুবরাজকে রাজা ফজলে গাজী চরিত্রে নাম ভূমিকায় দেখা যাবে। গত ১৭ সেপ্টেম্বর এফডিসিতে এটিএন বাংলার স্টুডিওতে জমকালো আয়োজনে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ার শো, ছবিটির তিনটি গান ও ট্রেইলর মুক্তি পাওয়ার পর থেকে এ সিনেমার বিভিন্ন মহলে ব্যাপক সারা আলোচনায় উঠে এসেছে। বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলগুলো এ সিনেমা নিয়ে সংবাদও প্রচার করেছে। এছাড়াও অভিনেতা যুবরাজের মুক্তির অপেক্ষায় আছে “আবার” এবং “কাগজ” চলচ্চিত্র। “আবার” চলচ্চিত্রে পুলিশ অফিসার এবং “কাগজ” চলচ্চিত্রে যুবরাজকে ফিল্ম প্রডিউসার চরিত্রে দেখা যাবে। এই দুটি চলচ্চিত্রেরই নায়ক মামনুন ইমন।পাবনার রুপকথা সিনেমা হলে সাইদুল ইসলাম রানা পরিচালিত “বীরত্ব” ছবি চলছে। মাছরাঙা টিভিতে জনপ্রিয় লেখক ও পরিচালক সাগর জাহানের “অন লাইন অফ লাইন” ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে,একুশে টিভিতে “আদালত”, এটিএন বাংলায় “ক্রাইম পেট্রোল”, ২৫ সেপ্টেম্বরে যুবরাজের নতুন ধারাবাহিক নাটক “অন্দরমহল” প্রচার শুরু হবে। এ নাটকে প্রথম পর্ব থেকেই যুবরাজকে দেখা যাবে। এছাড়াও আগামী নভেম্বর মাস থেকে আরটিভিতে প্রচারিত হবে নতুন ধারাবাহিক নাটক “জাদুনগর”, একুশে টিভিতে প্রচারিত হবে নতুন ধারাবাহিক “ডিস্টার্ব” নামে আরও একটি ধারাবাহিক। সামনের মাস থেকে ব্র্যাক ব্যাংকের একটি বিজ্ঞাপনে দেখা যাবে যুবরাজকে। অভিনয়ের জন্য দৈনিক প্রথম আলো পত্রিকা,দীপ্ত টিভিতে সাক্ষাৎকার ও দৈনিক ইছামতি পত্রিকায় স্টোরি নিউজ হওয়ার পরে অনেকেই শুভকামনা জানান যুবরাজকে। জেলা শিল্পকলা একাডেমি,বনমালী ইন্সটিটিউট সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক,সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেকে তিনি নিয়মিত সময় দিবেন যদি তেমন পৃষ্ঠ পোষকতা সহ সকলের সহযোগিতা পান। উল্লেখ যে, অভিনেতা গোলাম ফারুক যুবরাজ এ পর্যন্ত ১২০ টি টিভি নাটক, ৭ টি চলচ্চিত্র, ৫ টি বিজ্ঞাপন ও ব্র্যাকের একটি ডকুমেন্টারিতে অভিনয় করে নিজেকে মিডিয়ায় প্রতিষ্ঠিত একজন অভিনয় শিল্পী করার চেষ্টা করে যাচ্ছেন। পাবনা থেকে আসা যাওয়া করেই যুবরাজ অভিনয় করেন। যুবরাজের স্ত্রী জয়নব যুবরাজ পেস্তা,ছেলে আদনান আহমেদ রাফি, মেয়ে ফাইরুজ ফারুক রোজা এই চারজনের সংসারে অনেক সংগ্রাম করে যাচ্ছেন। তিনি স্থানীয় শিল্পপতি সহ পাবনার সকলের কাছে সর্বোচ্চ সহযোগিতা এবং দোয়া চেয়েছেন যাতে করে তিনি একদিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার মত যোগ্যতা অর্জন করতে পারেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।