All Menu

নদী ভাঙ্গনে নিঃস্ব হাজার পরিবার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীর ভাঙ্গন অব্যাহত রয়েছে। এতে প্রতিনিয়ত ঘর বাড়ি হারিয়ে নি:স্ব হচ্ছে হাজার হাজার পরিবার। তাই নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্লক বাঁধ নির্মাণের দাবী জানিয়েছে স্থানীয়রা। ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরেজমিন গেলে স্থানীয়রা জানায়, দশকের পর দশক ধরে ভাঙ্গছে হাতিয়ায় মেঘনা নদী। নদীর ভাঙ্গনে ইতিমধ্যে উপজেলার বৃহৎ এলাকা বিলীন হয়ে গেছে। নদী গহ্বরে হারিয়ে গেছে বাড়ি ঘর, ফসলের মাঠ, গাছ পালা। অনেকেই বাপ-দাদার ভিটে মাটি হারিয়ে হয়েছে নি:স্ব। নদীর করাল গ্রাসে প্রতিনিয়ত আতঙ্কে রয়েছে নদী পাড়ের হাজার হাজার পরিবার।

যে কোন মুহূর্তে নদী ভাঙ্গনে হারাতে পারে মাথা গোজার একমাত্র সম্বল, এমন দু:চিন্তায় নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের মানুষদের। তাই নদী ভাঙ্গন রোধে হরনি, চানন্দী ও চেয়ারম্যান ঘাট এলাকায় দ্রুত ব্লক বাধ নির্মাণের দাবি জানিয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: হালিম সালেহী। তিনি জানান, আমাদের অনেকগুলো কাজ চলমান রয়েছে। এবারের বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি বিবেচনায় নদী ভাঙ্গনকে আমরা গুরুত্ব দিচ্ছি। নদী ভাঙ্গন রোধে যতটুকু সম্ভব আমরা কাজ করে যাবো।

নদী পাড়ের মানুষের জীবন-মান রক্ষায় সরকার দ্রুত নদী ভাঙ্গর রোধে ব্লক বাঁধ নির্মাণের উদ্যোগে নেবে, এমনটাই প্রত্যাশা নদী তীরবর্তী বাসিন্দাদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top