ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলায় বন্যার পানি কমে যাওয়ায় ক্ষয়ক্ষতির চিহ্ন দৃশ্যমান হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য খাতে। এই দুই খাতে প্রায় ৪০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সংশ্লিষ্ট দপ্তর গুলোর সূত্রে জানা যায়। এদিকে, বন্যা-পরবর্তী এ অবস্থায় সরকারের সহযোগিতা ছাড়া তাদের ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান।
হালুয়াঘাট উপজেলার দর্শা গ্রামের কৃষক আবদুল খালেক। হঠাৎ বন্যায় তার আমন ধানের চারা তলিয়ে যায়। তবে পানি কমলে ইতোমধ্যে চারায় পচন ধরেছে। তিনি বলেন, আমার খেত একটানা সাত দিন পানির নিচে ছিল। এতে সব ফসল পচে নষ্ট হয়ে গেছে। আমার সব স্বপ্ন এখন পানিতে ভাসছে।
ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের ডৌমঘাটা গ্রামের কৃষক কবির সারোয়ার সুজনের ৪০ একর ঘেরের মাছ ও ১৫০ একর জমির ধান বন্যায় তলিয়ে যায়। তিনি বলেন, কখনো ভাবতে পারিনি এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে হবে। সরকার সহযোগিতা না করলে কোনোভাবেই ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।
ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের কৃষক নুরুল আমিন বলেন, ২০ কাঠা জমিতে আমন ধান লাগিয়েছিলাম। প্রতি কাঠায় ৬০০ টাকা করে খরচ হয়েছে। আর এক মাস পরেই ধান পাকতে শুরু করত। কিন্তু বন্যায় সব শেষ। সরকারের সহযোগিতা চাই।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা মৎস্য অফিসের তথ্যমতে, সম্প্রতি বন্যায় তিন উপজেলার ৩১ হাজার ৬৮০ হেক্টর জমির আমন ধান নষ্ট হয়েছে। এতে প্রায় ৩১৩ কোটি ১৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিন উপজেলার ২৬ ইউনিয়নে ১৪ হাজার ৯৪৬টি পুকুরের ৪ হাজার ৪৬৫ টন মাছ ভেসে গেছে। এর আর্থিক ক্ষতির পরিমাণ ৭৭ কোটি ৬৮ লাখ টাকা। ২ কোটি ১২ লাখ মাছের পোনা ভেসে গেছে। এর আর্থিক ক্ষতির পরিমাণ ৪ কোটি ২৫ লাখ টাকা। এ ছাড়া অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে ২ কোটি ৩৫ লাখ টাকার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক ড. নাছরিন আক্তার বানু বলেন, বন্যায় কৃষকদের অনেক ক্ষতি হয়েছে। অনেকে ধারদেনাসহ ঋণ নিয়েও ফসল চাষ করেন। তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত ৪ অক্টোবর তিন উপজেলা প্লাবিত হয়। এতে মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইতোমধ্যে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করে সহযোগিতা চেয়ে মন্ত্রণালয়ে আবেদন পাঠিয়েছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।