দিনাজপুরের বিরামপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিং করছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মীজ নাজিয়া নওরীন।
মঙ্গলবার (১৫অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) উপজেলার বিরামপুর নতুন বাজার, পুরাতন বাজারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও থানা পুলিশের সদস্যদের সমন্বয়ে একটি টিম বিভিন্ন কাঁচাবাজারসহ অন্যান্য বাজারগুলো মনিটরিং করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মীজ নাজিয়া নওরীনের দিক নির্দেশনায় সদস্যরা এসময় কাঁচাবাজার, মাছ বাজার, মুদি দোকানসহ কয়েকটি দোকানে মূল্য তালিকা দেখেন। মূল্য তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও তিনি মনিটরিং করেন।
এসময় অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলার আহবান জানিয়ে ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দেন এসিল্যান্ড।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।