All Menu

নওগাঁর পত্নীতলা উপজেলা ও পৌর মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত

 

নওগাঁর পত্নীতলায় উপজেলা ও নজিপুর পৌর মহিলা দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন নজিপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) নওগাঁ জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক, নজিপুর পৌর বিএনপির আহবায়ক সদস্য ও সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম (শেফা) এর সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি সাবেক এমপি জাহান পান্না। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শবনম মোস্তারী কলি, উপজেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, যুগ্ম-আহ্বায়ক নজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, যুগ্ম-আহ্বায়ক সাজেদুর রহমান দুলাল।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ-আল ফারুক, আশরাফুল ইসলাম, বিএনপি নেতা বায়েজিদ রায়হান শাহিন, আশারাফুল ইসলাম রিচার্ড, আলমগীর হোসেন, আব্দুল কাদের, শামীম রেজা, ওয়াজেদ আলী, শাহির হোসেন শিপু সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, মহিলাদল, ছাত্রদল অঙ্গ সংগঠনের নেতা-নেতৃবৃন্দ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top