ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নাজমুল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া নাজমুল হোসেন মুক্তাগাছা উপজেলার বিটিবাড়ি এলাকার হিরা মিয়ার ছেলে।
রবিবার (১৩অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১০ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন নাজমুল হোসেন।
এরপর রবিবার (১৩অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নাজমুল আগে থেকেই ফুসফুসের ইনফেকশন ও রক্তে লবণের ঘাটতি জটিলতায় ভুগছিলেন।
বর্তমানে এই হাসপাতালে মোট ২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে বলেও জানান ডা. মুন। এর মধ্যে পুরুষ ২১ জন, নারী ৩ ও ৪ শিশু রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮ জন, সুস্থ হয়ে ২২ জন বাড়ি ফিরেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।