All Menu

ময়মনসিংহে বন্যা কবলিতদের ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপি

বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ও শাকুয়াই ইউনিয়নের বন্যা-কবলিত দুর্গম এলাকা পরিদর্শন করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

রবিবার (১৩অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে স্বদেশী ইউনিয়নের টঙ্গীরঘাট এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর নাগলা বাজার থেকে ট্রলার যোগে স্বদেশী ইউনিয়নের স্বদেশী উত্তর পাড়া ,শীলঘাটার মোড়, বাউসা, হাপানিয়া, বাঘের বাড়ী, শাকুয়াই ইউনিয়নের কৃষ্ণনগর, বাড়িয়াকান্দায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং ট্রলার যোগে এসব এলাকায় যাবার পথে বন্যার পানিতে প্লাবিত এলাকা অবলোকন করেন।

তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন এবং তাদের দুঃখ, দুর্দশা ও চাহিদার কথা শোনেন। এসব এলাকায় ঘর,বাড়ী পানিতে ডুবে যাবার পাশাপাশি ছোট-বড় মাছ,গবাদি পশু, হাস, মুরগীর খামার পানিতে ভেসে যায়।

এ সময় এমরান সালেহ প্রিন্স জনগণকে সাহস, মনোবল না হারিয়ে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছানোর আহ্বান জানান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি ত্রাণ তৎপরতায় সর্ব শক্তি নিয়ে কাজ করছে। কিন্তু বন্যার্ত মানুষকে বাঁচাতে সরকারকে সর্ব শক্তি নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top