ময়মনসিংহের ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বাজার মসজিদের ইমাম এবং তার ৮ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ)দুপুরে নৌকাযোগে দুধনই আসার পথে ভিমরুল কামড়ানোর ঘটনা ঘটে।
স্থানীয়া জানান,ধোবাউড়া বাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম ও তার ৮ বছর বয়সী মেয়েকে নিয়ে বাড়ি থেকে নৌকাযোগে দুধনই আসার পথে ভিমরুল কামড়ানো শুরু করে।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম ও তার ৮ বছর বয়সী মেয়ে লাবিবাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে কর্তব্য চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় ইমাম আবুল কাশেম এবং মেয়ে লাবিবা’র মৃত্যু হয়।
ধোবাউড়া পোড়াকান্দুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিমরুলের কামড়ে দুইজনের মৃত্যু সত্যিই খুবই দু:খজনক। বাবা ও মেয়ে’র একসাথে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাশ দাফনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।