All Menu

রাঙ্গামাটি সহিংসতার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, রাঙ্গামাটিতে সংঘটিত সহিংসতার ঘটনায় পাহাড়ি বা বাঙালি যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্তদের মামলা করতে বলা হয়েছে। আমরা চাই প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসুক। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি। তিনি আরো বলেন, সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে সরকারের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহায়তা করা হবে। সম্প্রতি রাঙ্গামাটিতে সংঘটিত সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা বুধবার (০৯ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) প্রথমে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ের ক্ষতিগ্রস্ত বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং পরে সহিংসতায় রাঙ্গামাটি শহরের ক্ষতিগ্রস্ত এসকে মার্কেট, বনরুপা কাটা পাহাড়, বনরুপা জামে মসজিদ ও কাঁঠালতলী মৈত্রি বিহার উপসানালয় পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ও জেলা পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top