দিনাজপুরের বিরামপুরে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক “তারেক রহমান” এঁর নির্দেশে বিরামপুর উপজেলার সনাতন ধর্মালম্বিদের সহিত শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেল ৫টায় উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) উপজেলা শাখার সভাপতি মিঞা মোঃসফিকূল আলম মামুন এঁর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান, জাতীয় নির্বাহী কমিটি ও অন্যতম সদস্য, জাতীয় স্থায়ী কমিটির অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন। বিরামপুর উপজেলা ও পৌর বি,এন,পির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও রংপুর বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর জেলা শাখার সভাপতি এ্যাড: মোফাজ্জল হোসেন দূলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নুরে আলম নূরা ও নূর ইসলাম, পৌর শাখার সভাপতি মোঃ হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুর রহমান দুলাল, উপজেলা যুবদলের আহবায়ক এ্যাড: মিঞা মোঃ শিরন আলম,পৌর ছাত্রদলের আহ্বায়ক আমির হামজা, পূজা উদযাপন কমিটির সভাপতি শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুন্ডু প্রমুখ।
প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব উদযাপনে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গসংগঠনসহ উপস্থিত কসকলের প্রতি আহবান জানান।
এ সময় উপজেলার ৩৫টি পূজা মন্ডবের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ, স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার সূধীজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।