All Menu

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে আঞ্চলিক মহাসড়কে শহরের রাস্তায় বিরামপুর সরকারি কলেজের রোভার স্কাউট দল, পাইলট স্কুল, কলেজিয়েট স্কুল, আদর্শ স্কুল, মির্জাপুর স্কুলের শিক্ষার্থীরা নিষ্ঠার সাথে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। শনিবার (১০ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ) বাংলাদেশ স্কাউটস বিরামপুর উপজেলা সম্পাদক মোঃ হারুন- অর- রশিদ , যুগ্ম সম্পাদক বেনজির হক এর নেতৃত্বে শিক্ষার্থীরা এই প্রখর রোদের মধ্যে দায়িত্ব পালন করে যাচ্ছে। পুলিশ না থাকায় আইন মানছেন না অনেকেই। অনেক বাস চালকেরা মানছেন না নির্দেশনা। মোটরসাইকেল চালকেরাও বের হন হেলমেট ছাড়াই। তবে তাদেরকে শান্তিপূর্ণভাবে বুঝানো হচ্ছে এমনটাই জানিয়েছে শিক্ষার্থীরা। আঞ্চলিক মহাসড়কে শৃঙ্খলার সহিত যানবাহন ,রিক্সা, ভ্যান, মোটরসাইকেল, অটোরিকশা, চার্জার চালকদের রাস্তায় শৃঙ্খলার সহিত সাবধানে চলাচলের জন্য পরামর্শ দিচ্ছে। ফলে বিরামপুরে ঢাকা মোড়ে ব্যস্ততম মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে এসেছে। নেই কোন যানজট, নেই কোন এলোমেলোভাবে রিক্সা ভ্যানের অবস্থান, শৃঙ্খলার সাথে রাস্তায় চলাচল করছে জনসাধারণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top