আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: উন্নয়ন সংস্থা সিসিডিবি গঠনকৃত ১২টি গ্রাজুয়েট ফোরামের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বুধবার (৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) চাঁপাইনবাবগঞ্জের স্বরুপনগরে সিসিডিবির কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন। এসময় তিনি বাল্য ও মাদকের কুফল তুলে ধরে সামাজিক সচেতনতা সৃষ্টিতে ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানান। সেই সাথে একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে গঠিত ফোরামের কার্যক্রম সচল রাখা, নিজের পাশাপাশি অন্যদেরও অগ্রসর করা। সিসিডিবি চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার ডা. নাঈমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিসিডিবির অবসরপ্রাপ্ত এরিয়া ম্যানেজার মিস বীথিকা বাড়ৈ, কর্মসূচী কর্মকর্তা মিসেস মায়া রানী দাস ও সুদীপ মন্ডল, হিসাব রক্ষণ কর্মকর্তা মি. মোহন মন্ডল, সমাজ সংগঠক মি.লাভলু বাড়ৈ,গিরিশ চন্দ্র বর্মণ, সুরেন শিং, রাজিব প্রামাণিক ও উপজেলা নেটওয়ার্ক কমিটির সভাপতি জুলেখা খাতুন। শেষে গঠিত ১২ ফোরামের নথিপত্রের ফাইল উপজেলা সমবায় কর্মকর্তার উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরামের সভানেত্রীদের কাছে হস্তান্তর করেন। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার নারীদের নিয়ে গঠিত এসব ফোরামের সদস্যরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের অগ্রসর করতে ভূমিকা রেখে আসছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।