ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশে যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ ও সাধারণ সম্পাদক তাপস দাস মঙ্গলবার (২ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) এক শোক বিবৃতিতে যুব মৈত্রীর কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগরের সভাপতি মতিউর রহমান মতির বাবা বীর মুক্তিযোদ্ধা শাহরিয়ার আলম (পুতু)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মঙ্গলবার (২ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) বিকাল সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি মৃত্যুকালে ৩ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন মতিউর রহমান মতির বাবার মৃত্যুতে এদেশ একজন সূর্য সন্তান হারালেন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সংবাদ বিজ্ঞপ্তির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।