আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাবুল রবিদাস। সভাটি সঞ্চালনা করেন জাতীয় অধিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেশ মাডি সভায় বক্তব্য রাখেন জাতীয় অধিবাসী পরিষদের উপদেষ্টা ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল কুমার রাজোয়ার, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজকুমার শাও, নরেশ ওরাও, প্রেসিডিয়াম সদস্য খীষ্টিনা বিশ্বাস, কেন্দ্র কমিটির সদস্য প্রদীপ লাকরা, শুশেন কুমার শ্যাম দুয়ার, এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, নাটোরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় চলমান বাজেটে সারা দেশের আদিবাসীদের জীবনমান উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়। আগামী ৩০ শে জুন সিধু -কানু দিবস উদযাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়। আগামী ৩-৪ সেপ্টেম্বর ২০২৪ জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় এর পূর্বে চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁর, নাটোর, জয়পুরহাট, বগুড়াসহ সমস্ত জেলা কাউন্সিল সম্পূর্ণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। আদিবাসী ছাত্র পরিষদ, আদিবাসী যুব পরিষদ, আদিবাসী নারী পরিষদের সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।