All Menu

বিরামপুরে সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরণ

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে উন্নতর চিকিৎসা সেবা সহায়তার জন্য চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এঁর সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর -৬ এর জাতীয় সংসদ সদস‍্য মোঃ শিবলী সাদিক। একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম সঞ্চালিত ও উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, থানা সেকেন্ড অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) এরশাদ হোসেন, ২ নং কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেজবাউল ইসলাম,প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। ৫৭ জন অসুস্থ রোগীর প্রত্যেককে জাতীয় সংসদ শিবলী সাদিক, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ইউপি চেয়ারম্যান-বৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার আরও অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top